কক্সবাজারে বিএনপির আয়োজিত গণমিছিলে বক্তব্য দেয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর। রোববার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের একটি মাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা রফিক সিকদার হত্যার প্রতিবাদ, কক্সবাজারে আইন-শৃঙ্খলার অবনতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি এ গণমিছিলের আয়োজন করে। লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সৈয়দ নূরও অংশ নেন এবং বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুর খবরে দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা একসঙ্গে মিছিলে অংশ নিই। সৈয়দ নূর বক্তব্য দেন এবং কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। তার মতো একজন ত্যাগী নেতাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।’
কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘সৈয়দ নূর বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন। তিনি তৃণমূলে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকের কর্মসূচিতে বক্তব্য দেয়ার পরই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।’