Monday, July 21, 2025

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলট কে নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের এখনও খোঁজ মেলেনি।

সোমবার (২১ জুলাই) দুপুর একটা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এখনও তার খোঁজ মেলেনি।

স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।

আরও পড়ুনঃ  নিখোঁজ ফাতেমাকে পাওয়া গেল সিএমএইচে, তবে...

আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা। অন্তত এক শিক্ষার্থী নিহত হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ