বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের রিজার্ভ ট্যাংক এলাকার স্বপন সাহার ছেলে।
রোববার (২০ জুলাই) রাতে মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক থেকে গ্রেপ্তার করা হয় তাপস সাহাকে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।
ওসি বলেন, তাপস সাহাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে তাকে।
আপনার মতামত লিখুনঃ