মোহাম্মদপুর থানায় তালা মারার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিক্ষোভকারীরা। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে তারা এ হুঁশিয়ারি দেন। মোহাম্মদপুর থানা পুলিশের অপেশাদার আচরণের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
বিক্ষোভকারীরা বলেন, ‘আজ থেকে প্রায় এক বছর আগে মোহাম্মদপুরের এই জায়গায় আমাদের লড়াই করতে হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।
যাদের পক্ষে দাঁড়িয়ে ছিল এই প্রশাসন। আওয়ামী লীগের পরিবর্তন হলেও আজও সেই প্রশাসনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। থানার ওসি চেঞ্জ হয়েছে, আচরণ চেঞ্জ হয় নাই।’
তারা অভিযোগ করে বলেন, ‘আজও জিডি করতে এলে কোনো তদবির ছাড়া জিডি নেওয়া হচ্ছে না।
কোনো নেতার ফোন ছাড়া জিডি নেওয়া হচ্ছে না।’
বিক্ষোভকারীরা আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হলে বিচার হয়, ভাইরাল হলে গ্রেপ্তার হয়। তাহলে আমাদের পুলিশ ভাইয়েরা কি শুধু ফেসবুক চালান? ফেসবুকে ভাইরাল হলে কি গ্রেপ্তার করেন? তাহলে তাদের কাজ কী ফেসবুক দেখে ভাইরাল হওয়া বিষয়ে পদক্ষেপ নেওয়া?’
তারা আরো বলেন, ‘এই মোহাম্মদপুরে আমাদের হিসাব মতে ৩০ জন ভাই শহীদ হয়েছেন। তার ঊর্ধ্বে হতে পারে।
তারা কি থানার পুলিশ কর্মকর্তাদের এমন আচরণের জন্য জীবন দিয়েছে? আমাদের এখানে অসংখ্য ভাইয়ের আহতরা আছেন, তারা কি জন্য আহত হয়েছেন?’
বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এই পুলিশ প্রশাসন কাজ না করে তাহলে থানার কোনো প্রয়োজন নাই। আমরা পুলিশের থানায় তালা মেরে দেব। আমাদের পুলিশের বেতন দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
এ সময় তিনটি দাবি জানান তারা। দাবি তিনটি হলো—ওসি ইফতেখারসহ অন্যান্য যারা আছে তাদের অনতিবিলম্বে অপসারণ করা; পুলিশ প্রশাসন ঢালওভাবে সংস্কার করা; মোহাম্মদপুরে প্রতি মাসে কতজন চাঁদাবাজ, ছিনতাইকারী ও সন্ত্রাসী গ্রেপ্তার করেন সেই তথ্য জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
তারা আরো বলেন, ‘এই তিন দাবি দাবি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এডিসি, উপদেষ্টাদের কাছে যাব। তারা যদি ব্যবস্থা নানা নেন। অনতিবিলম্বে আমরা থানায় তালা মারব। পুলিশ যদি কার্যকর না হয় এ পুলিশ আমরা চাই না।’