Sunday, July 27, 2025

এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার, অতঃপর…

আরও পড়ুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে খেয়ে ফেলেছেন অন্য বিয়ের ভোজের খাবার। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

জানা যায়, জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

আরও পড়ুনঃ  সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক হাস্যরস। কেউ কেউ বরযাত্রীদের খাবারের দাম মেটানোর পরামর্শ দিচ্ছেন, আবার কেউ কেউ মজা করে বলছেন ‘খাবার বদল হলেও অন্তত বউ বদল হয়নি, এতেই সন্তুষ্ট।’

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার বেঁচে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ  দাফনের তিনদিন পর সরে গেল কবর, ঘটনা কী

স্থানীয় বাসিন্দা সাহিন আলম জানান, ‘আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

আরেক স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অনেক ক্লাবে দেখেছি একসাথে একাধিক বিয়ের আয়োজন হয়। অনেক সময় এরকম বিভ্রান্তি ঘটে। তবে এক ক্লাবের বদলে আরেক ক্লাবে গিয়ে ভোজ খেয়ে ফেলা এমন ভুল সত্যিই অকল্পনীয়।’

আরও পড়ুনঃ  শঙ্কামুক্ত চাঁদপুরের সেই খতিব, জবানবন্দিতে যা বললেন আসামি

ঘটনাটি নিয়ে এলাকায় যেমন ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তেমনি হাস্যরসের উপকরণে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ