Sunday, July 27, 2025

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে দেখা গেছে, এক বছরের ব্যবধানে হঠাৎ করেই বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা।

রোববার (২৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৪ সালের আর্থিক হিসাব-নিকাশের প্রতিবেদন জমা দেন। পরে রিজভী সাংবাদিকদের জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই বছরে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

আরও পড়ুনঃ  ’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা অপরিসীম: নাসির

এর আগে ২০২৩ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। আর ২০২২ সালে দলটি আয় দেখায় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় করে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নতুন হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

আরও পড়ুনঃ  জানা গেল কোন আসনে লড়বেন এনসিপির আখতার হোসেন

প্রতিবছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। দলগুলোর এ হিসাব স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে জমা দিতে হয়। নির্বাচন কমিশন এবার আওয়ামী লীগ (যার নিবন্ধন বর্তমানে স্থগিত) বাদে ৫০টি নিবন্ধিত দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০২৪ সালের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আইন অনুযায়ী কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ