Sunday, July 27, 2025

‘প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, এটা বাংলাদেশে আর চলবে না’

আরও পড়ুন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, একজন প্রধানমন্ত্রী হলে সব ক্ষমতা তার হাতে এটা আর বাংলাদেশে চলবে না। আমাদের সংসদ হাত তোলা এমপির সংসদ হয়ে যায়। তাই ক্ষমতার ভারসাম্যের জন্য ৭০ অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিকালে টঙ্গীর মিলগেইট নোয়াখালী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে পার্লামেন্ট করতে হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে।

আরও পড়ুনঃ  ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

জোনায়েদ সাকি বলেন, একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক, ধনী বা গরিব হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে রাষ্ট্র আইন দিয়ে কোনোভাবেই নাগরিকের অধিকার ক্ষুণ্ন করতে পারবে না। ক্ষমতার কাজ হবে নাগরিকের অধিকার রক্ষা করা।

তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা নাগরিকের অধিকার কেড়ে নেয় আর নাগরিককে কি বানিয়ে রাখতে পারে, সেটাতো আপনারা জানেন। এখানে পুরো সমাজে মানুষের চাকরি নাই। চাকরি থাকলেও নিয়োগপত্র নাই, সংঘবদ্ধ অধিকার নাই। কলকারখানা ও নানা ধরণের প্রতিষ্ঠানের বাইরে তেমন চাকরি নাই তাই ফুটপাতে দোকানপাট করে মানুষ জীবিকা নির্বাহ করছে। কে ফুটপাতে বসবে, কে কোথায় দোকানপাট করবে, সেটাও আবার ক্ষমতাসীন দল নির্ধারণ করে দেয়। আবার এদের কাছ থেকে টাকা তুলে।

আরও পড়ুনঃ  চুন্নু আউট, নতুন মহাসচিব পেল জাতীয় পার্টি

বিগত সরকারের সমালোচনা করে সাকি বলেন, পুলিশকে ব্যবহার করে তারা ক্ষোভের বাহিনীতে পরিণত করলো, পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করলো, এটা আর হতে দেওয়া হবে না।

দলটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায়, জনসংহতি আন্দোলন গাজীপুর মহানগরের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য তমিজ উদ্দিন সরকার, জাহাঙ্গীর সারোয়ারসহ শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও স্থানীয় নেতারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ