গাজীপুরের টঙ্গীতে ঢাকনাহীন একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের রাস্তাটি তলিয়ে যায়। ঠিক সেই সময় দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে হাঁটছিলেন ওই নারী। পথচলার সময় তিনি গাজীপুর সিটি করপোরেশনের সড়কের পাশে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা এসে অভিযান শুরু করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘ঢাকনাহীন ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং সেখানে বৃষ্টির পানি জমে আছে। আমাদের একটি উদ্ধারকারী দল এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে, এখনো ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান রাত সাড়ে ১০টার দিকে বলেন, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিখোঁজ নারীর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’