Saturday, August 2, 2025

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ নেতা নিহত

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ২ ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটের চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আব্দুল মালেক মানিকের ছেলে মো. আরিফ (২৫) ও একই এলাকার মৃত হাছি মিয়ার ছেলে মো. জুয়েল (২৪)।

তারা দুজনই ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কোরবান আলী সাহেদ।

আরও পড়ুনঃ  এইমাএ পাওয়া: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন দুই বন্ধু। এ সময় ঢাকামুখী সড়কে বেপরোয়া গতির মুসকান কোম্পানির একটি তেলবাহী ভাউচার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন ও জুয়েল ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, ঢাকামুখী সড়কে একটি তেলবাহী ভাউচারের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হবে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ