Monday, August 4, 2025

মসজিদের ভেতরে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত: কিডনি বিকল, অবস্থা সংকটাপন্ন

আরও পড়ুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় মসজিদের ভেতরে এশার নামাজের সময় ছুরিকাঘাতে আহত মোবাইলফোন ব্যবসায়ী সায়মন (২৮)-এর কিডনি ছিদ্র হয়ে বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আহত সায়মনের শ্বশুর মো. মোতালেব হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন মসজিদে এশার নামাজের দ্বিতীয় রাকাতের সময় সায়মনকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, ছুরিকাঘাতে সায়মনের একটি কিডনি ছিদ্র হয়ে বিকল হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়ার সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ছাত্তারের ছেলে।

আরও পড়ুনঃ  নাচের কারণেই কি কনের বিয়ে ভেঙে গেছে, যা জানা যাচ্ছে

আহত সায়মনের ভাই সজীব জানান, অভিযুক্ত সুমন কয়েক দিন আগে তাঁর ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। টাকা না দিয়ে মোবাইল নিতে চাইলে সায়মন তাঁকে মূল্য পরিশোধের জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন হুমকি দেয়। শনিবার রাতে সুযোগ বুঝে সুমন মসজিদের ভেতর নামাজরত অবস্থায় সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী সেলিম, স্থানীয় বাসিন্দা নাগরিক পার্টির নেতা সোহেল রানা ও ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

আরও পড়ুনঃ  স্ত্রীর মৃত্যুর খবরে তিন ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী, পাশাপাশি কবরে দাফন

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত করেছি। প্রাথমিকভাবে ছুরিকাঘাতের বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ