Tuesday, August 5, 2025

৫ আগস্ট পোশাক কারখানা ছুটি নিয়ে নতুন যে সিদ্ধান্ত

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাকশিল্প কারখানায় সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশে কারখানা বন্ধ রাখার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এটি যেহেতু বছরের শুরুতে ঘোষিত ১১ দিনের উৎসব ছুটির তালিকায় ছিল না। তাই এটি বাধ্যতামূলক নয়।

আরও পড়ুনঃ  যে কারণে ব্যবসায়ী সোহাগকে হত্যা জানাল পুলিশ

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, কারখানাগুলো বছরের শুরুতেই নির্দিষ্ট উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। ফলে মাঝপথে ঘোষণা করা এই ছুটি সেই তালিকায় পড়ছে না।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ