Tuesday, August 5, 2025

জানা গেলো কখন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তিনি ভাষণ দেবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  বাবার বিরুদ্ধে হত্যার নির্দেশের অভিযোগ: যা বললেন আসিফ মাহমুদ

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ