Tuesday, August 5, 2025

এনসিপির ৬ নেতা হঠাৎ কক্সবাজারে, নানা গুঞ্জন

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ কক্সবাজার এসেছেন। তারা এখন উখিয়ার মেরিন ড্রাইভের ইনানী এলাকার হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন বলে জানা গেছে।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন। কক্সবাজারে আসা এনসিপির নেতাদের মধ্যে ৫ জনের নাম বলতে পেরেছেন তিনি। তারা হলেন-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। অপর জনের নাম জানেন না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা

এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানান, বেলা ১২টার পর থেকে সবাই ইনানীর রয়েল টিউলিপে অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন।

এদিকে এনসিপির এই শীর্ষ নেতারা সেখানে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন এমন খবরের বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, দুপুর দুইটার দিকে গণমাধ্যমে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সম্পূর্ণ গুজব। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা এখানে (কক্সবাজার) ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।’

আরও পড়ুনঃ  পুলিশের গোলাবারুদের হিসাব হয় ধানমন্ডির এক বাসায়

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন, এনসিপির নেতারা আজ রয়েল টিউলিপ হোটেলে উঠেছেন। সেখানে পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক হয়েছে কিনা আমরা নিশ্চিত নই।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ