Wednesday, August 6, 2025

‘পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু সাগরপাড়ে ঘুরতে আসছি’

আরও পড়ুন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কক্সবাজার গেছেন— এমন খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও এটিকে “গুজব ও মিডিয়া প্রোপাগান্ডা” বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “কারও সঙ্গে দেখা করতে নয়, হঠাৎ ঘুরতে এসেছি। পদযাত্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু সাগরপাড়ে এসেছি।”

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে পাটওয়ারী বলেন, “হঠাৎ ঘুরতে আসছিলাম, পদযাত্রায় ক্লান্ত হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগরপাড়ে এসেছি। কিন্তু এখানে এসে হোটেলে চেক-ইন করে মাত্র বসেছি, এর মধ্যেই দেখি এই রকম একটা নিউজ!”

আরও পড়ুনঃ  সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : রনি

এনসিপি নেতার ভাষ্য, “এটা পুরোপুরি গুজব, মিসইনফরমেশন। এমন কিছু একেবারেই সত্য নয়, এটা মিডিয়ার প্রোপাগান্ডা।”

তিনি আরও বলেন, “এখানে এসে শুনছি, নাকি পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি। এরকম কিছু হলে তো ঢাকায়ই দেখা করতাম। যদি দেখা করার ইচ্ছা থাকত।”

এদিকে, জুলাই অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে চলমান রাষ্ট্রীয় কর্মসূচির সময় এনসিপি নেতাদের এই সফর নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাটওয়ারী জানান, “আমাদের প্রেসিডেন্ট ও সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। দলীয়ভাবে আমাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবে। আমাদের জানামতে, প্রত্যেকটি দল থেকেই ছোট ছোট প্রতিনিধি দল অংশ নিচ্ছে, আমাদের পক্ষ থেকেও প্রতিনিধি দল যাবে।”

আরও পড়ুনঃ  দেশের রাজনৈতিক সংঘাতে জামায়াতের কত শতাংশ সম্পৃক্ততা জানাল টিআইবি

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এনসিপির নেতাদের কক্সবাজার সফর ঘিরে আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কক্সবাজার গেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা ও নাসিরুদ্দীন পাটওয়ারী।

তবে এই দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের নেতারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ