Wednesday, August 6, 2025

এইমাত্র পাওয়া: বিদ্যালয়ের ল্যাবে বিস্ফোরণ, ১০ শিক্ষার্থী আহত

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন আতঙ্কে ছুটোছুটির সময় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের কয়েকজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের গণিত শিক্ষক মো. কামাল উদ্দিন বলেন, ‘বিজ্ঞান মেলায় প্রজেক্ট দেওয়ার জন্য শিক্ষার্থীরা ল্যাবে কাজ করছিল।

এ সময় অসাবধানতাবশত কোনো কারণে বিস্ফোরণ হয় ও ধোঁয়া দেখা যায়। ল্যাবে কাজ করতে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। তখন বিদ্যালয়ে থাকা অন্যান্য শিক্ষার্থীরা হুড়াহুড়ি করে বেরিয়ে যায়।’

আরও পড়ুনঃ  ২ লাখ টাকা চুক্তিতে প্রবাসীর স্ত্রীকে হ'ত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ

এদিকে খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সহস্রাধিক উৎসুক জনতা বিদ্যালয়ে এসে ভিড় জমায়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিদ্যালয়ের অফিসিয়াল পেজ থেকে সবাইকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া আগুনের কোনো ঘটনা নেই বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ