Friday, August 8, 2025

অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত নেতা নিহত

আরও পড়ুন

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা মো. বেলাল হোসাইন (৬৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে এদিন বিকেলে জেলা শহর মাইজদীর ৪নং ওয়ার্ডের মুন্সি দিঘীরপাড় সংলগ্ন রশিদ কলোনী জামে মসজিদে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

হাফেজ বেলাল হোসেন দীর্ঘ ৩৫ বছর রশিদ কলোনী জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর রশিদ কলোনি ইউনিটের সেক্রেটারি ছিলেন। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম শিবপুর গ্রামের আমিন মার্কেট সংলগ্ন শাহাপুর এলাকায়।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: কারফিউ জারি

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রশিদ কলোনী মসজিদের সামনে ফোরলেন সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু পথেই, রাত আনুমানিক ৩টার দিকে, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের আমির মো. হাসানুজ্জামান বলেন, হুজুর মসজিদ থেকে বের হওয়ার সময় রাস্তায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। সবাই খুব শোকাহত।

আরও পড়ুনঃ  যে কারণে আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এদিকে জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আমি ভাবতাম হুজুর আমার জানাজা পড়াবেন, অথচ আজ আমাকে তার জানাজা পড়াতে হয়েছে। হাফেজ বেলাল হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ