Sunday, August 17, 2025

যে জরুরি বার্তা দিলেন তারেক রহমান

আরও পড়ুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের সমমনা দলগুলোকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। সরকার গঠন এবং নির্বাচন নিয়ে দলের যে প্রতিশ্রুতি সেখান থেকে এক বিন্দুও সরে যায়নি, ভবিষ্যতেও যাবে না। একইসঙ্গে প্রোপাগান্ডা রুখতে অনলাইন
ও অফলাইনে সতর্ক থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে বিএনপি’র মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে। প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সূচনা বক্তব্য যুগপৎ আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। ৩১ দফার আলোকে আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারবো।

আরও পড়ুনঃ  দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াত আমির

সূত্র জানিয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র রয়েছে আশঙ্কা প্রকাশ করেছেন সভায়। তাদের ভাষ্য, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, আছে অনেক বাধাও। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সূত্র আরও জানান, সভায় যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোকে নিয়ে জোটগতভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দেন সমমনা নেতারা। জবাবে তারেক রহমান বলেন, বিএনপি যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর সঙ্গে নিয়েই নির্বাচন করবে এবং সরকার গঠন করবে। শিগগিরই দেশে আসবেন বলে সমমনা নেতাদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেছেন, অতি শিগগিরই তাদের সঙ্গে দেখা হবে। ওদিকে আজও সমমনা দল ও জোটগুলোর সঙ্গে তারেক রহমানের বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: সমাবেশে আসার পথে জামায়াত আমিরের মৃত্যু!

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বক্তব্য রাখেন। এ ছাড়া সভায় এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ৬০ জন নেতাকর্মী নিয়ে অংশ নেন। এ ছাড়া বিএনপি’র পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ