মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত শীর্ষ মাদককারবারি লিটন কসাইকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তিনি ‘লিটন ইয়াবা বদি’ নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৫টি মাদক মামলা রয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লিটন কসাই গজারিয়া উপজেলার ভবেররচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। এর আগে লিটন কসাই গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করতেন।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ কালবেলাকে বলেন, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। মাদক বিক্রির টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। তাকে কয়েক মাস ধরে খোঁজা হয়। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।