Thursday, August 14, 2025

আমার মন্ত্রণালয়ে ঘুষ খেলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

আরও পড়ুন

হজ-ওমরাহ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খান, তবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও উমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

ড. খালিদ হোসেন বলেন, ‘আমাদের কোনো স্টাফ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হয় বা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, আমাদের জানাবেন। কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান নিয়ে যে সিদ্ধান্ত

তিনি উদাহরণ দিয়ে বলেন, এক এজেন্সি মালিক সৌদি আরবে ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন, আবার ফেরার পথে ধরা পড়েছেন আড়াই কেজি সোনাসহ। অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সি বাদ দেয়ার চিন্তাভাবনাও করছে সরকার।

শারীরিকভাবে অক্ষম হাজিদের পাঠানো বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘গতবার এমন হাজি গেছেন, যার পা নাই। এমনকি ৮২ বছর বয়সী মানসিক রোগীকেও পাঠানো হয়েছিল, যিনি হারিয়ে গেছেন।’

আরও পড়ুনঃ  ফের প্রেসিডেন্ট ইস্যু নির্বাচন বানচালের পাঁয়তারা?

হজ ব্যবস্থাপনায় নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ক্যাটারিং সার্ভিস বাতিল, মিনা-মুজদালিফা-আরাফাতে টয়লেট বৃদ্ধি, পানি সংকট সমাধান ও আবাসন উন্নয়নে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন জর্দা, তামাক, সিগারেট নিয়ে সৌদি আরবে না যান, কারণ সেগুলো সেখানে মাদক হিসেবে ধরা হয়। মধ্যস্বত্বভোগীদের হাত থেকে হজ ব্যবস্থাপনা মুক্ত রাখতে হাবের সহায়তাও চান তিনি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ