Friday, August 15, 2025

পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনির শিকার ছাত্রলীগের ৪ নেতাকর্মী

আরও পড়ুন

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী। এর মধ্যে গুরতর আহত হৃদয় ত্রিপুরা নামের এক কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে আনুমানিক ১ টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার নেতাকর্মী আহত হন।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগর গোয়েন্দার সাবেক প্রধান হারুনের ফুফা গ্রেফতার

খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি জানান, হাসপাতালে চারজন চিকিৎসার জন্য আসে। এদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। তবে হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের সারারাত শহরে মহড়া দিতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে কলেজের খেলার মাঠ চাষের জন্য লিজ দিলেন অধ্যক্ষ!

ওসি আব্দুল বাতেন মৃধা জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ