Saturday, August 16, 2025

বিদেশে পালানোর সময় ছাত্রলীগ নেতা ধরা

আরও পড়ুন

বিদেশে পালানোর সময় পাবনার ঈশ্বরদী পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করার পরই তাকে ঈশ্বরদীতে আনা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি আবির হাসান শৈশব।  তিনি বিদেশ যাচ্ছেন, এমন খবর পেয়ে তাকে আটকে জন্য বিমানবন্দর এলাকায় নজরদারি রাখি। পরে শৈশব ইমিগ্রেশনে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ছেলের পরকীয়া ঠেকাতে ‘বিমানে বোমা’ নাটক, তবুও ব্যর্থ মা

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্র-জনতা আহত হন। ওই ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি আবির হাসান শৈশব।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ