Saturday, August 16, 2025

কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

আরও পড়ুন

খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা গেছে, শুক্রবার ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন না। ভোর সাড়ে ৫ টার দিকে এক প্রহরীর ডিউটি শেষ হলে তার পরিবর্তে আর কেউ আসেনি। এ সুযোগে দুর্বৃত্তরা দেড় ঘণ্টা ধরে ছয়টি তালা ভেঙে ভল্টে প্রবেশ করে লুট করে। প্রবেশের পর তারা সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয়। এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মূল গেট থেকে লকার পর্যন্ত একে একে পাঁচ-ছয়টি তালা ভাঙা অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুনঃ  এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভল্টে প্রায় ১৬ লাখ টাকা ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী আবুল কাশেম, তরিকুল ও আফজালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ