Sunday, August 17, 2025

হঠাৎ যে কারণে জরুরি সভা ডেকেছে ছাত্রদল

আরও পড়ুন

জরুরি মতবিনিময় সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৭ আগস্ট) নয়াপল্টনস্থ ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩টায় এ সভা ডাকা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল ১৭ আগস্ট বিকাল ৩টায় নয়াপল্টনস্থ ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চারটি জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতার সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  মনোনয়ন পাচ্ছেন না বিএনপির যে সব নেতারা!

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট ইউনিটের সুপার ফাইভ ও দায়িত্বপ্রাপ্ত জেলা টিমের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদল। শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

শোকজপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর চৌধুরী ও মো. আহাদ হোসেন, সদস্যসচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব মো. হাসানুল বান্নাহ হাসান, সদস্য ছহরাফ ইসলাম ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিব।

আরও পড়ুনঃ  আইসিইউতে স্থানান্তর করা হয়েছে জামায়াত আমিরকে, জানা গেল কারণ

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা ও জেলা শাখার অধীনস্থ জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল, জয়পুরহাট শহর ছাত্রদল এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুনঃ  বুড়ো রাজনীতিবিদদের মতো আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ