চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিয়ে বাড়ির গরুর মাংসের টুকরায় ‘আল্লাহ’ লেখা দেখা গেছে।
শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর দিয়াকুল মাস্টারঘোনায় মফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবরটি ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা ভিড় করে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে মফিজুর রহমানের বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা খাবার টেবিলে বসেন। এ সময় দুই টুকরা মাংসে ‘আল্লাহ’ লেখা দেখতে পান বাবুর্চি। তাৎক্ষণিক বাড়ির মালিক ও অন্যদের ডেকে বিষয়টি দেখান তিনি। বর্তমানে মাংসের টুকরা ২টি একটি জারে সংরক্ষিত আছে।
এ বিষয়ে জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আবু ছৈয়দ নিজামী বলেন, মানবজাতির জন্য এটি একটি বড় শিক্ষা। শুধু মানুষ ইবাদত করেন না, জীব-জন্তু থেকে শুরু করে সকলেই আল্লাহর প্রার্থনা করে।