Monday, August 18, 2025

বেলারুশ-কাজাখস্তানের প্রেসিডেন্টকে পুতিনের ফোন, জানালেন ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হয়েছে

আরও পড়ুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (১৭ আগস্ট) বেলারুশ ও কাজাখস্তানের নেতাদের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় হওয়া বৈঠক সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ক্রেমলিন এই বৈঠককে ইউক্রেন যুদ্ধে শান্তির পথে সম্ভাব্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম আলাস্কায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শনিবার পুতিন মস্কোয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  মালদ্বীপের প্রতিরক্ষা ভবনে মোদির বিশাল ছবি কেনো?

পুতিন জানান, এই বৈঠক সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ ছিল। তিনি আরও বলেন, ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের ন্যায্য সমাধান নিয়ে আলোচনা হয়েছে এবং সংকটের মূল কারণগুলো সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে কথাবার্তা হয়েছে।

রুশ কর্মকর্তাদের উদ্দেশে পুতিন বলেন, “এত উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা বহুদিন হয়নি। আমি আবারও বলছি, আমরা শান্তভাবে ও বিস্তারিতভাবে আমাদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পেয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আমরা অবশ্যই মার্কিন প্রশাসনের অবস্থানকে সম্মান করি, যারা সামরিক সংঘাতের দ্রুত অবসান চায়। আমরাও তাই চাই এবং সব বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করতে আগ্রহী।”

আরও পড়ুনঃ  ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী, অতঃপর... 

বেলারুশের প্রেসিডেন্টের প্রেস সার্ভিস এক বিবৃতিতে জানায়, পুতিন আলাস্কার আলোচনার ফলাফল নিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিস্তারিত অবহিত করেছেন।

সূত্র : রয়টার্স

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ