আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করলেও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির কোনো প্যানেল দেবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, হল সংসদ নির্বাচনে শিবিরের কোনো প্যানেল থাকবে না। তবে ইনডিভিজুয়ালি যারা দাঁড়াবে আমরা তাদের সহযোগিতা করব। যারা আমাদের সহযোগিতা চাইবে আমরা তাদের সহযোগিতা করব, ইনশাআল্লাহ।
নির্বাচনের ইশতেহার সম্পর্কে তিনি বলেন, আমরা খুব দ্রুতই আমাদের ইশতেহার প্রকাশ করব। ইশতেহারে জুলাই-আগস্টের স্পিরিট প্রাধান্য পাবে।
উল্লেখ্য, সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
প্যানেলের অন্যান্য পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীরা হলেন —বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া।শিক্ষার্থীদের জন্য অনলাইন টিউশন
এছাড়া, সদস্য পদে লড়বেন আরও ১৩ শিক্ষার্থী।