Sunday, August 24, 2025

ঢালাইয়ের সময় ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, অতঃপর…

আরও পড়ুন

ঢালাইয়ের সময়  হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ ফের ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এর আগে ৬ আগস্ট একই মসজিদের ছাদ ধ্বসে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই বারবার ছাদ ধসে পড়ছে।

জানা যায়, সারা বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কথা রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে বানিয়াচং উপজেলার সামনে মডেল প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণে সময়ক্ষেপণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি)। মসজিদটির কাজ চলতি বছরের ডিসেম্বরে সম্পন্ন করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ৬ দাবিতে ফের বিক্ষোভ করছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

এ বিষয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিপেন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বারবার কেন ধসে যাচ্ছে এর কারণ আমি বুঝতে পারছি না। ধসে যাওয়ার ফলে আমাদের ক্ষতি হচ্ছে। পরে তিনি বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন। 
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, দুই দুইবার ছাদ ধসে পড়ার বিষয়টি অবশ্যই উচ্চ পর্যায় থেকে দেখা উচিত।
আমি ডিসি স্যারকে সঙ্গে সঙ্গে অবগত করেছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বিমান থেকে ১০টি চাকা চুরি, কোটি টাকা গায়েব!

নিম্নমানের সামগ্রী দিয়ে মসজিদটি নির্মাণের ফলে দুই দুইবার ছাদ ধসে পড়েছে। দ্রুত বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সারা দেশে মসজিদ ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন হলেও বানিয়াচং এর মসজিদ নির্মাণ চলছে ঢিমেতালে।

দ্রুত সময়ের মধ্যে মসজিদটি নির্মাণে ব্যবস্থা নেওয়া দাবি স্থানীয়দের। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ