দেশের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটির তারিখ নির্ধারণের জন্য আজ রোববার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকেই চূড়ান্তভাবে জানা যাবে কবে দেশে ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ যদি রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়, তবে সফর মাস ২৯ দিনে শেষ হবে। এই হিসাবে, আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১২ রবিউল আউয়াল উদযাপিত হবে এবং সরকারি ছুটি থাকবে। অন্যদিকে, যদি চাঁদ দেখা না যায়, তবে সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে, যেদিন সরকারি ছুটি থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন দেশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে জানাতে অনুরোধ জানিয়েছে। এটি মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, কারণ এই দিনেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছিলেন এবং একই দিনে তার ওফাত হয়েছিল।