Monday, August 25, 2025

বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান নূরকে দ্রুত কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ

আরও পড়ুন

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আসাদুজ্জামান নূরের ছুটির আবেদন নামঞ্জুর করে তাকে দ্রুত কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়েছে।

বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান নূর গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষ্য নেয়ার পর তাকে গাড়িতে তুলে দিতে এজলাস থেকে নেমে আলোচনায় এসেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, Swedish Institute Scholarship এর আওতায় Lund University, Sweden-এ ‘Master of International Human Law’ বিষয়ে অধ্যয়নের জন্য গত ৩১ আগস্ট পর্যন্ত প্রেষণ মঞ্জুর করা হয়। সূত্রোক্ত পত্রের মাধ্যমে আপনার দাখিলকৃত আগামী ১ অক্টোবর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাস ছুটি মঞ্জুরের আবেদনটি নামঞ্জুর করা হলো। আপনাকে অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হলো।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ