কোভিড-১৯ এর আগের একটি ঘটনার স্মৃতিচারণ করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আরজে কিবরিয়া। এ সময় তাকে নিয়ে অজানা একটি গল্প তুলে ধরেন তিনি।
সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি।
পোস্টে আরজে কিবরিয়া বলেন, বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের সময়ের কিছুটা আগের সময়। ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানটার বয়স মাস ছয়েক হবে। তখন সোশ্যাল মিডিয়ার প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো। তুমুল আলোচনা চলছে এই অনুষ্ঠান নিয়ে। এর মধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাকারের কবলে পড়ে।
পোস্টে তিনি জানান, আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেই, আমার এই পেজ মহাবিপদে। বোধহয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না। স্ট্যাটাস দেবার দশ মিনিটের মধ্যে আমাদের এফএমের এক ভাই আমাকে কল করে বলেন, রুমিন আপনার পেজটির ব্যাপারে হেল্প করতে বলছেন। রুমিন ফারহানা এবং উনি আমার পেজটা ফিক্স করেন।
তিনি উল্লেখ করেন, এই পেজ যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো ‘আপন ঠিকানার’ গতিপথ সেখানেই শেষ হয়ে যেত। আল্লাহ ভালো জানেন। সেদিন থেকে আজ অবধি ভদ্রমহিলার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তাও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়।
আরজে কিবরিয়া লিখেন, ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাবার, আজও সময় করে উঠতে পারিনি। রুমিন আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয় নাই। ব্যক্তিগতভাবে জানালেও পারতাম। পাবলিকলি জানালাম কারণ, আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা।
তিনি উল্লেখ করেন, রাজনীতির বাইরের অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময়-ই। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। হাসনাত আপনি আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।