কুমিল্লার চান্দিনায় যুবদল নেতার এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি দাবি করেন, ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ প্রতীক থাকবে।’
ভাইরাল হওয়া বক্তব্যটি দিয়েছেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তথ্য অনুযায়ী, ওই বক্তব্যটি গত ১৬ আগস্ট বিকেলে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে দেয়া হয়। প্রায় ১০ সেকেন্ডের ভিডিওতে আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া গণমাধ্যমকে বলেন, আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারব না।