Sunday, August 31, 2025

নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

আরও পড়ুন

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। তবে, চিকিৎসকরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

এদিকে, নুরের পরিবারের সদস্যরা ও তার সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের সুস্থতা কামনা করে সহানুভূতির পোস্ট করেছেন অনেকেই।

আরও পড়ুনঃ  ‘দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি

কিন্তু এই কঠিন সময়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শনিবার ভোরে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‌‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’ আবার কারো মতে, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ