ছেলের জন্মদিনের উপহার বিনিময় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে খুন করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের দিল্লির রোহিনিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি
এ ঘটনার পর পুলিশ একটি ফোন কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে কুসুম সিনহা (৬৩) ও তার মেয়ে প্রিয়া সেহালের (৩৪) মরদেহ উদ্ধার করে।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, কুসুমের ছেলে মেঘ সিনহা (৩০) ফোন করে জানায় তার মা গত ২৮ আগস্ট নাতির জন্মদিন পালন করার জন্য প্রিয়ার বাড়িতে যায়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপহার নিয়ে প্রিয়া ও তার স্বামী যোগেশের মধ্যে ঝগড়া শুরু হয়। বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেন কুসুম।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মেঘ সিনহা ৩০ আগস্ট যখন তার মাকে ফোন করে তখন কোনো উত্তর না পেয়ে প্রিয়ার বাড়িতে যায়। কিন্তু সে গিয়ে দরজা বন্ধ পায় এবং দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে।
এক পর্যায়ে মেঘ বিষয়টি আশপাশের মানুষকে জানায়। পরে তারা মিলে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মা ও বোনের মরদেহ পড়ে থাকতে দেখে। তিনি অভিযোগ করে তার বোনোর স্বামী যোগেশ সেহাল বর্তমানে বেকার ছিলেন। সে তার মা ও বোনকে হত্যা করে সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত যোগেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তার রক্তমাখা জামা ও এক জোড়া কাঁচি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক সহিংসতা থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনা তদন্তের জন্য পুলিশের ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ঘটনাস্থল পরিদর্শনের জন্য ডাকা হয়েছে।