Friday, July 4, 2025

যে কারণে আটকের পর ছেড়ে দেওয়া হলো সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

আরও পড়ুন

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে শেরপুরে জনতা আটক করে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে রেজাউল করিম হীরাকে ছেড়ে দেওয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রাত সাড়ে ১০টার দিকে সাবেক মন্ত্রীকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে পরিবারের সদস্যরা এসে তাকে থানার হেফাজত থেকে নিয়ে যান।

আরও পড়ুনঃ  সকালে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল মরদেহ, চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ

জানা যায়, গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে আটক করা হয়।

এ সময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবি জানান। পরে পুলিশ তাকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

রেজাউল করিম হীরা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিএনপির প্রার্থী সিরাজুল হককে পরাজিত করেন। পরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদে নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  বাবার লাশ নিতে অস্বীকৃতি, তারপর যা ঘটল

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ