এনসিপির মার্কা শাপলাই হবে। শাপলা না দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে ইসি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সাংগঠনিক আলোচনা সভা সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ সাংগঠনিক বিস্তৃতি। দেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কমিটি করছি। সে কারণে সব জায়গায় আমরা সাংগঠনিক সভা করছি। ১৫ দিনের মধ্যে জেলা আহবায়ক কমিটি গঠন করা হবে। নভেম্বরের মধ্যে সব কমিটি গঠন শেষ করা হবে।
ছাত্রদল প্রসঙ্গে সারজিস বলেন, পঞ্চগড় জেলায় স্কুলপর্যায়ে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যায়ে কমিটিকে প্রত্যাখ্যান করছে এনসিপি। এমন রাজনীতির মাধ্যমে পরবর্তী প্রজন্ম কলুষিত শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠবে।
এসময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সম্বনয়কারী মোসলেম উদ্দীন, রাণীশংকৈল উপজেলার প্রধান সমন্বয়কারী শাহাজান বিশ্বাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।