Wednesday, July 2, 2025

নারী শিক্ষার্থীকে লাথি, যা বলছে ছাত্রশিবির

আরও পড়ুন

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষে এক নারী কর্মীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। ওই নারী শিক্ষার্থীকে লাথি মেরেছেন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ওই যুবক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরির কর্মী।

তবে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে ছাত্রশিবিরি চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

একই সঙ্গে এ ঘটনায় শিবিরকে জড়িয়ে অপ্রচার করা হচ্ছে দাবি করে এর নিন্দা জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সিরাজী মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শিবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ২৮ মে (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংঘটিত গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগবিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষে এক নারী কর্মীর ওপর আক্রমণের ঘটনায় নিন্দা ও ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর।

আরও পড়ুনঃ  ১৪ বছর পর বাসায় ফিরে প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না আজহার ভাই: সিরাজুল ইসলাম

যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক বলেন, ‘বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট এবং শাহবাগবিরোধী মঞ্চের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়ে আমরা গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে।

অবগত হয়েছি। জানা গেছে সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্রজোটের নারী কর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য অনভিপ্রেত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সংঘটিত ঘটনাটির সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একটি ভিডিও ফুটেজে এক নারীর ওপর হামলাকারী ব্যক্তিকে ছাত্রশিবির কর্মী বলে দাবি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উক্ত হামলার ঘটনায় দৃশ্যমান ব্যক্তি ইতোপূর্বে ছাত্রশিবিরের কার্যক্রমের সাথে যুক্ত থাকলেও দীর্ঘদিন যাবৎ ছাত্রশিবিরের কোনো কার্যক্রমের সাথে তার সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। সুতরাং এমন ব্যক্তির একান্ত নিজস্ব হীন কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপানো যুক্তিসংগত নয়।

আরও পড়ুনঃ  পথসভার যে অভিজ্ঞতা কখনো ভুলবেন না ডা. তাসনিম জারা

নেতৃবৃন্দ আরো বলেন, ‘একটি আদর্শবাদী ও শান্তিপ্রিয় ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির সুস্থ ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। নারীর মর্যাদা, অধিকার ও সম্মান রক্ষাকে ছাত্রশিবির সর্বদা গুরুত্ব প্রদান করে। নারীর প্রতি সহিংস মনোভাব আমাদের আদর্শবিরোধী এবং আমাদের সংগঠনের নীতিমালার পরিপন্থী। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দোষীদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বারবার ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার প্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে সংশ্লিষ্ট ভিক্টিমকে আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ