Saturday, July 5, 2025

জুলাই নিয়ে পুলিশের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে আগুন জালিয়ে মহাসড়ক অবরোধ

আরও পড়ুন

ফেসবুকে জুলাই মাস নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় ফারজুল ইসলাম নামের কুষ্টিয়া ট্রাফিক পুলিশের এক সদস্যকে ক্লোজড করা হয়েছে।

অভিযোগ, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ফারজুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই মাস নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। এরপর পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা কুষ্টিয়া পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত বছর জুলাই মাসে কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছিল। তারা আরও বলেন, পুলিশ এখনও তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় এবং ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে।

আরও পড়ুনঃ  চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ভুয়া সনদ নিলেন স্বামী

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত কনস্টেবল ফারজুল ইসলামের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি মানা না হলে তারা আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জুলাই মাস নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং তার ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  লাশ নেয়নি কেও, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, কনস্টেবল ফারজুল ইসলাম ফেসবুকে জুলাই মাস নিয়ে অবমাননাকর কটূক্তিমূলক পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এসপি অফিসের সামনে সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তিনি জানান।

একই সংগঠনের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান ওই পুলিশ সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই মাস নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও, জেলা পুলিশ জুলাই মাস নিয়ে আপত্তিকর ও রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য পোস্ট না করার জন্য পুলিশ লাইনসসহ সকল ইউনিটে জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাচের কারণেই কি কনের বিয়ে ভেঙে গেছে, যা জানা যাচ্ছে

এদিকে, রাত ১০টার দিকে ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেন, সকাল থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ