Sunday, October 5, 2025

চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

আরও পড়ুন

নরসিংদী শহরের আরশীনগর মোড়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে আটজন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ফেরার পথে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখে তিনি অভিযানে নামেন। এ সময় দুজনকে হাতেনাতে আটক করলে হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ দলের ওপর হামলা চালায়। হামলাকারীরা আনোয়ার হোসেনকে ঘাড়, পা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে রক্ত জমেছে। আমরা তাকে কয়েকটি পরীক্ষা করাতে বলেছি এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, পুলিশের ওপর কোনো হামলা হয়নি। পৌর কর্তৃপক্ষের নিয়ম মেনে বৈধ ইজারার ভিত্তিতে টাকা তোলার সময় কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি। হামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আরও পড়ুনঃ  অবশেষে যেভাবে গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরেই সোচ্চার। এ কারণে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে বলে মনে করছি। অন্য কোনো পুলিশ সদস্য আক্রান্ত হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ বলেন, এটা বড় কোনো ঘটনা নয়। আটক দুজনকে ছিনিয়ে নেয়ার সময় কিছু লোক ধাক্কাধাক্কি করেছে, এতে আনোয়ার হোসেন পড়ে যান। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ