Thursday, August 21, 2025

মসজিদের কক্ষ থেকে শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৬ জুলাই) সকালে শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ ঘটনাকে ঘিরে পরিবার ও এলাকাবাসী ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা কী তা এখনো জানা যায়নি। এদিকে, বিষয়টি তদন্তের জন্য আজই শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  উত্তরায় বিমান বিধ্বস্ত: আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

এ বিষয়ে নিহত ময়নার মা মোসাম্মৎ লিফা আক্তার জানান, শনিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে ময়নার সন্ধান চেয়ে পুরো এলাকায় জানানো হয়।

তিনি আরও জানান, অবশেষে আজ সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  ইন্টারনেট নিয়ে ঝগড়া, স্ত্রীকে মেরে থানায় গেলেন স্বামী

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত রয়েছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ