Sunday, July 27, 2025

টয়লেটে রক্তের দাগ, ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করলেন শিক্ষক

আরও পড়ুন

ভরতের মহারাষ্ট্রের এক স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্কুলের শৌচাগারে রক্তের দাগ দেখতে পাওয়ায় পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে। অভিযোগ উঠেছে, শিক্ষকরা পরীক্ষা করেছেন শিক্ষার্থীদের কেউ পিরিয়ড অবস্থায় টয়লেটে গিয়েছিল কিনা।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) থানে জেলার শাহাপুরের আর. এস. দামানি স্কুলে এই ঘটনা ঘটে। এতে অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পাকিস্তান সেনাপ্রধানের যে প্রস্তাবকে স্বাগত জানালো হোয়াইট হাউস

সূত্রের খবর অনুযায়ী, স্কুলের শৌচাগারে রক্তের ফোঁটা দেখতে পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের শৌচাগারে ডেকে নেয়। সেখানে তাদের পিরিয়ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিভাবকদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিছু ছাত্রীকে পরীক্ষার জন্য তাদের অন্তর্বাস খুলতে বলা হয়, যা ছাত্রীদের জন্য অত্যন্ত অপমানজনক ও ভীতিকর ছিল।

এই ঘটনার পর ছাত্রীরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। খবরটি জানতে পেরেই অভিভাবকরা পরের দিন স্কুলে এসে তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন।

আরও পড়ুনঃ  ৫ দিনের আলটিমেটাম ট্রাম্পের, শুল্কারোপ নিয়ে নতুন বার্তা

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক এনডিটিভিকে বলেন, পিরিয়ডের মতো একটি প্রাকৃতিক বিষয় সম্পর্কে ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়ার পরিবর্তে প্রধান শিক্ষক তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক ও জঘন্য কাজ। আমরা আর. এস. দামানি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ