Monday, July 21, 2025

যে জেলায় পাস করেনি তিন ভাগের এক ভাগও

আরও পড়ুন

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরীক্ষার মোট পাসের হার ৬৮.৪৫। এদের মধ্যে মাদ্রাসা বোর্ডে মেহেরপুর জেলার পাসের হার ৩২.৮৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এর মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন। প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের ফলাফল ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ