Thursday, July 31, 2025

‘নম্বর ফুলিয়ে ফাঁপিয়ে জিপিএ ৫ বাড়িয়েছিল আ.লীগ সরকার’

আরও পড়ুন

বিগত ১৬ বছর ধরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ-৫ এর সংখ্যা বেশি দেখিয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

মো. জিয়াউল কবির দুলু বলেন, গত বছরের তুলনায় এ বছর শতকরা প্রায় ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী গত বছরের তুলনায় কম জিপিএ-৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতি, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বাণিজ্যে রূপদান ও কোচিং বাণিজ্যকে সম্প্রসারণ করেছে।

আরও পড়ুনঃ  দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশি নম্বর দিয়ে জিপিএ-৫ বেশি দেখিয়েছে। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না।

তিনি এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সরকারকে ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের অনুরোধ করেন।

এসময় এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরাম। তারা ফলাফল বিপর্যয়ের মূল কারণ উন্মোচন করে শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ