Friday, August 1, 2025

রাজধানীতে ভেঙে পড়ল ৪০ বছরের পুরোনো গাছ, অতঃপর…

আরও পড়ুন

রাজধানীতে টানা বৃষ্টির কারণে সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি গাছ ভেঙে পড়ে। এ ঘটনায় গাছের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া যান চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বড় মেহগনিগাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। গাছের ডাল ও মূল কাণ্ডটি কয়েকটি গাড়ির ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, সবশেষ পরিস্থিতি জানা গেল

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।

আরও পড়ুনঃ  মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি, অনেক হতাহতের শঙ্কা

ফায়ার সার্ভিস প্রাইভেট কার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। এ জন্য সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ