Wednesday, July 23, 2025

উপহার হিসেবে প্রধান উপদেষ্টার আম যাচ্ছে যেসব দেশে

আরও পড়ুন

বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে কূটনৈতিক উপহার হিসেবে মৌসুমি ফল ‘আম’ পাঠানোর উদ্যোগ নিয়েছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই উপহার পাঠানো হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের উদ্দেশে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের কাছে। ফ্লাইট সূচির ওপর নির্ভর করে আগামী কয়েকদিনের মধ্যেই এসব উপহার পৌঁছানো সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  ফেসবুক প্রোফাইল লাল করার আইডিয়া কার, জানা গেল

উপহার পাবেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে উপরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে। সেই সঙ্গে ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীদের কাছেও এই মৌসুমি সৌহার্দ্য উপহার পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মতো বাংলাদেশ-সংলগ্ন রাজ্যগুলোর নেতাদের কাছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ