Tuesday, July 22, 2025

শতাধিক ব্যাগ রক্ত ঢাকায় পাঠালেন বিএনপি নেতা

আরও পড়ুন

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করে কুমিল্লা থেকে ঢাকায় পাঠালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়।

সোমবার বিকেলে বিএনপির নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের উদ্যোগে কুমিল্লার সিটি ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ শুরু করা হয়। এসময় আহত শিক্ষার্থীদের রক্ত দেয়ার জন্য কুমিল্লার সর্বস্তরের মানুষ ভিড় করে সিটি ব্লাড ব্যাংকে। রাত ৯টার দিকে রেড ক্রিসেন্টের রক্তবাহী অ‍্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

আরও পড়ুনঃ  ব্যবসায়ীকে মারতে মারতেই বললেন ‘আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানস?’

এর আগে দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের দরকার।

এ সময় রক্ত দাতাদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকের কাজ করেন দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, এখন টিভি কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, খবরের কাগজ কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত। কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার ও ছাত্রসমাজ রক্ত দিতে এগিয়ে আসে।

আরও পড়ুনঃ  অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে ম্যাডাম মেহেরীন নিজেই লড়ছেন মৃত্যুর সঙ্গে

কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, রেড ক্রিসেন্টের তত্ত্বাবধায়নে আইস বেগে ঢাকায় প্রেরণ করা হবে। মাইলস্টোন স্কুলের কচিকাঁচা বাচ্চাদের পুড়ে যাওয়া দেখে আমি স্থির থাকতে পারিনি। এজন্য তাৎক্ষণিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সাথে কথা বলে রক্ত সংগ্রহ শুরু করেছি। সন্ধ্যা ৯টার মধ্যে শতাধিক রক্তের ব্যাগ ঢাকায় পৌঁছানো হবে।

রক্ত সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আমি যখন ছোট বাচ্চাদের ছবি দেখেছি। স্থির থাকতে পারিনি। সবাইকে অনুরোধ করছি। যাদের নেগেটিভ রক্ত আছে। তারা আসুন। আমরা রাতের মধ্যে একশত ব্যাগ রক্ত ঢাকায় পাঠাব।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ