Sunday, July 27, 2025

এইমাএ পাওয়া: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আরও পড়ুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদস্যদের পদোন্নতি ও অন্য বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তাদের এমন কর্মকাণ্ডের কারণে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিব্রত হচ্ছেন, এমনকি দৈনন্দিন সরকারি কাজেও ব্যাঘাত ঘটছে। তাই, মন্ত্রণালয় এই ধরনের কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ  ওর বয়স ছিল ১৭, এখনও অবশ্য ১৭-ই, কারণ ও তো ১৭-তেই আটকে থাকবে...

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ সদর দপ্তর থেকে কিছু বিষয়ে কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে শেষ মুহূর্তে প্রস্তাব পাঠানো হয়। এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ শুরু করেন, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি করে।

এছাড়াও, পুলিশ অধিদপ্তর থেকে প্রেরিত কিছু পত্রে অসম্পূর্ণ প্রস্তাব দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়কে এড়িয়ে সরাসরি অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যার ফলে মন্ত্রণালয় অবহিত না থাকায় পরবর্তী কার্যক্রম গ্রহণে নানা ধরনের বিঘ্ন সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি

এমতাবস্থায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্নলিখিত জরুরি নির্দেশনাসমূহ কঠোরভাবে পালনের জন্য অনুরোধ করেছে:

নির্দেশনাগুলো হলো –

ক. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

খ. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।

গ. যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ করতে হবে।

ঘ. বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

ঙ. চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: হঠাৎ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে চিঠি

চ. আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ/পত্র প্রেরণের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ছ. প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে লগইন করে তথ্য হালনাগাদ রাখতে হবে।

এই নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ