Sunday, July 27, 2025

এবার ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আরও পড়ুন

শহরের ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে।

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) ও তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। জানা গেছে, সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। দুজনেরই বাড়ি লম্বার্দির রাজধানী মিলানে।

আরও পড়ুনঃ  ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে সফল না হয়ে সেটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। এতে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করেছে। এরই মধ্যে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  মা-বাবাকে ক্রিমিনাল আখ্যা দিয়ে নির্যাতনের মামলা ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ের

প্রসঙ্গত, গত জুনে ভারতের আহমেদাবাদের একটি লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট। লন্ডনের গ্যাটউইকগামী ওই ফ্লাইটে ২৬০ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ