Sunday, July 27, 2025

এবার যেদেশের মসজিদে দেখা মিলল ফ্যাসিস্ট শামীম ওসমানের

আরও পড়ুন

এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার ও খুনি হাসিনার অন্যতম সহযোগী শামীম ওসমানের। শুক্রবার (২৫ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে তাকে।

ভাইরাল একটি ছবিতে দেখা যায়, হাসিনার অন্যতম এই লাঠিয়াল সানগ্লাস পরে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছেন। তার হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে তিনি এই সুতা হাতে বেঁধেছেন।

আরও পড়ুনঃ  কুকুরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছড়িয়ে পড়ল গাঁজা, অতঃপর...

প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “খেলা হবে” খ্যাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম লাঠিয়াল নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বর্তমানে দুবাইতে পালিয়ে আছে। আজ শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় এভাবেই ক্যামেরাবন্দি হন পলাতক হাসিনার এই দোসর।

এরআগে সম্প্রতি আমিরাতের আজমান সিটি সেন্টার এবং তারও আগে দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে।

সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান গণহত্যাকারী দল আওয়ামী লীগের এই দুর্ধর্ষ নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ