Wednesday, July 30, 2025

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতিকে (৩২) উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে উদ্ধারকর্মীদের সরিয়ে নিয়ে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্যোতির আত্মীয়স্বজন এবং স্থানীয় লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়।

আরও পড়ুনঃ  মাইলস্টোন স্কুলে ট্র্যাজেডির দিনে চলছিল বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান

জানা গেছে, উদ্ধার কার্যক্রম চলাকালে সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর এলাকায় একজন নারী স্থানীয়দের মাঝে মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন কর্মী ও পাঁচজন ডুবুরি দলের ওপর হামলার চেষ্টা চালান। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ‎‎

‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করেন। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গলবার) যদি সেনাবাহিনী আমাদের পাশে থাকে, তাহলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।’ ‎

আরও পড়ুনঃ  'সেক্সটয়' বিক্রি করছে দারাজ! বিকৃত যৌনাচার ছড়িয়ে দেয়া কি উদ্দেশ্য?

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের কেউ মব সৃষ্টির তথ্য আমাদের জানায়নি। জানালে অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ