Thursday, August 7, 2025

আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

আরও পড়ুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে এক বিএনপি নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমে আরও দুই নেতা অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নেতার নাম আল আমিন (৪০)। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় বার্ন ইউনিটে ভর্তিকৃতদের নাম জানা গেল

অসুস্থ নেতারা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বুরুদিয়া ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা পাটমহলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ আল আমিন অসুস্থ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের সিসিটিভি ফুটেজ

এ ঘটনায় শোক প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির জন্য এটি অপূরণীয় ক্ষতি। আল আমিন ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও দলপ্রেমী নেতা। তার মতো নেতার অভাব আমরা দীর্ঘদিন অনুভব করবো। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সুস্থতা কামনা করছি এবং আল আমিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ